মুকসুদপুরে জনতার হাতে ডাকাত আটক

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

একাধিক ডাকাতি মামলার আসামী লোকমান হাকিম ওরফে লিটন সেখ (৪৫) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ৮ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্নী গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, দিগনগরের বর্নী গ্রামের মহিউদ্দীন শেখের বাড়িতে ডাকাতি সংগঠিতকালে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ঘিরে ফেললে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অন্যতম ডাকাত দলের সদস্য লোকমান এলাকাবাসীর হাতে ধরা খায়। এরপরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। আটককৃত ডাকাত লোকমান গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের তাজেক শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আরও জানান, তার নামে মুকসুদপুর থানাসহ আশপাশের থানায় ৫ টির বেশী ডাকাতি মামলা আছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধমুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত