মুকসুদপুরে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন হয়েছে। রৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ উপলক্ষ্যে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। র‌্যালি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত।
উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট মেরামত নারী শ্রমিকদের গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হলো ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত
পরবর্তী নিবন্ধট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে