মুকসুদপুরে গ্রামীন ব্যাংক ভিক্ষুক পরিবারদের এক মাসের খাদ্য সামগ্রী সহায়তা

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাস ব্যাপক সংক্রমন রোধে চলমান অবরুদ্ধ পরিস্থতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে থাকা কর্মসূচির দ্বিতীয় দফায় ১১ মে সোমবার সকালে উপজেলা গ্রামীন ব্যাংক কার্যলয় ভিক্ষুক সদস্য পরিবারদের এক মাসের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে। প্রত্যেক ভিক্ষুক সদস্যকে নগদ ৬০০টাকা,৩০কেজি চাল,৪কেজি মুশুর ডাল,২লিটার তৈল ৪কেজি পিয়াজ ৮ কেজি আলু ৪টি সাবান ২কেজি লবণ ১টি প্যাকেট ধরিয়ে দেয়।দেশের পরিস্থিতি ঠিক না হলে আরো ভিক্ষুক সদস্য পরিবারকে দেওয়ার বাবস্থা করবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা গ্রামীন ব্যাংক ব্যবস্থপনা সৈয়দ রিয়াদুল ইসলাম,সেকেন্ড অফিসার হারুন আর রশীদ,সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।সারা দেশ এখন করোনা ভাইরাস কবলে পড়া ভিক্ষুক সদস্যর পাশাপাশি দিন মজুরী অসহায় শ্রমিক দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা বাড়ীতে পরিবার পরিজনদের গ্রামীন ব্যাংক সাহায্য অবহত থাকবে । লকডাউনের বসে আছেন বাড়ী থেকে বের হলে প্রশাসন বা আসচারে বাধার মুখে পড়তে হয় তরা এখন খাদ্য সংকটে ভুগছে কাজকর্ম নাই ক্ষতিগ্রস্থ অবস্থায় দিন কাটাচ্ছে ।

পূর্ববর্তী নিবন্ধএলবিডব্লিউর নিয়মে আমূল বদল চান অজি কিংবদন্তি
পরবর্তী নিবন্ধ‘২০ হাজার টাকায়’ প্রধানমন্ত্রীর নথি বের করে দেন অফিস সহকারী ফাতেমা