মুকসুদপুরে খাদে পড়ে মটর সাইকেল চালক নিহত

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে মটর সাইকেল চালক সুমন দে (২০) নিহত হয়েছে । বুধবার রাত ১০টার সময় সে উজানী বাজার থেকে মুকসুদপুর আসার পথে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশেই রাস্তার খাদে পড়ে নিহত হয়। পরে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত সুমন উজানী বাজারের অনিল কুন্ডুর মোদির দোকানের কর্মচারী ছিল।
অনিল কুন্ডু জানায় আমার দোকানের অন্য কর্মচারীর বিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। সুমন মটর সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পরে তার ফোন বন্ধ পেয়ে অনেক খুজাখুজি করা হয়। পরে আজ সকালে স্থানীয়রা পানিতে মটর সাইকেল ভাসতে দেখে আমাদের খবর দেয়।
মুকসুদপুর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান সে মোবাইলে কথা বলছিল এবং দ্রুত বেগে মটর সাইকেল চালাচ্ছিল। পরে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থালেই নিহত হয়। আজ সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি।
নিহত সুমন দে পাশ্ববর্তী সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুধির দের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধরামদিয়া কলেজের অধ্যক্ষর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুকসুদপুর কলেজ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার