মুকসুদপুরে কোভিড টিকা গ্রহনে অবহিতকরণ সভা

 

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন
আগামী ২৬ফেব্রুয়ারী মধ্যে সারাদেশের একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন ১ম ডোজ টিকা গ্রহনের শেষ তারিখ মর্মে জনসাধারনকে উদ্বদ্ধুকরণের জন্য জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে ১৮ফেব্রুয়ারী সকাল ১১টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া,মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন মোল্যা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কে,এম মনিম-উল-হাবিব, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আকরাম হোসেন জাফর,শ্যামল কান্তি বোস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,বাশবাড়িয়া ইউ,পি চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্যা, পশারগাতী ইউ,পি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, ননিক্ষীর ইউ,পি চেয়ারম্যান মোঃ রনি আহম্মেদ শেখ, মোচনা ইউ,পি চেয়ারম্যান এমদাদুল হক,জলিরপাড় ইউ,পি চেয়ারম্যান মিহির কুমার রায় প্রমূখ। ২৬ ফেব্রুয়ারীর পর হতে ১ম ডোজের করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিড টিকা সরকারী সিদ্ধান্ত মোতাবেক আর দেয়া হবেনা। এরজন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের প্রত্যেক নাগরিক কে টিকার আওতায় আনার জন্য মুকসুদপুর উপজেলা প্রশাসনের ব্যাপক পদক্ষেক নেয়া হয়েছে। এব্যাপারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ স্থানীয় সাংবাদিকদের জানান,মহামারী করোনা ভাইরাস হতে মানুষকে রক্ষা করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিন কোভিড টিকার আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি মানুষকে কোভিড টিকা দেয়ার সকল প্রকার প্রস্তুুতি নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু’
পরবর্তী নিবন্ধইউক্রেন সীমান্ত ঘিরে সেনা সংখ্যা বাড়িয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র