মুকসুদপুরে কৃষি, প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধন

মেহের মামুন, গোপালগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে তিন দিন ব্যাপি কৃষি, প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন ও বিনামূল্যে কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, আকরাম হোসেন জাফর ফকির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারি কমিশনার ভুমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহমুদুর রহমান, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান। মেলার ষ্টল পরিদর্শণ পরিচালনা করেন মুকসুদপুর কৃষি সম্প্রসারন অফিসার চৈতন্য পাল।

উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ জানান, মেলায় কৃষি বিভাগ উদ্ভাবিত বন্যাকালীন ভাসমান বীজতলা, ভাসমান সবজী চাষ, ট্রেতে চারা উৎপাদন করার প্রযুক্তিসহ আপদকালীন কৃষি উৎপাদন অব্যাহত রাখার নানা প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও মেলায় সব মিলিয়ে ১৬ ষ্টল অংশগ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীতে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য অধিদফতরের আবজাল ১৪ দিনের রিমান্ডে