মুকসুদপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় খরিপ-১/২০১৯ মৌশুমে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা সবজী প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত। রবিবার বিকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জল শাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বীজ সংরক্ষন অফিসার শোকহরন মন্ডল, মুকসুদপুর সংবাদের সহযোগি সম্পাদক সরদার মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর পৌরসভার উপ-সহকারী কৃষি অফিসার মনোতোষ কুমার দাস। এসময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ু মোল্যা, মহসিন মোল্যা, রিপন প্রমুখ। এসময় বক্তারা কৃষকদের উদ্দেশ্যে নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ মাসে ওয়ালটনের ফ্রিজ বিক্রি বেড়েছে ৭৭ শতাংশ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ