মুকসুদপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রদর্শনী (কৃষি প্রণোদনা) ২০১৯-২০ অর্থ বছরের পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের বীজ, ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত সাজেদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৫শ ৪৪ জন কৃষকের মাঝে ১৫ ধরনের সবজির বীঝ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীদের প্রত্যেকেই আবাদ খরচ বাবদ ১হাজার ৯শ ৩৫ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মসজদের ঈমামদের মাঝে অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধঅপরাধী দলের হলেও ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের