মুকসুদপুরে কৃষকের বিনামূল্যে বীজ, সার বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ঘূর্নিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি পুনবার্সন কর্মসূচীর আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান ক্ষতিগ্রস্থ ৯০ জন কৃষকদের মাঝে ভুট্রা বীজ, সূর্যমুখী বীজ, সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেজিমেন্টাল কালার প্রাপ্তি বিরল সম্মান : সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধগার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ