মুকসুদপুরে কৃষকের ধান কেটে দিলো আওয়ামী লীগ

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধঃ লকডাউনের কারণে শ্রমিক সংকটের মাঝে গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের ধান কাটতে এগিয়ে এলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের নেতৃত্বে বেশ শতাধিক নেতাকর্মী হতদরিদ্র কৃষকের জমির ধান কেটে দেন। এ সময় দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ আলী, সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, করোনা সংক্রমণরোধে লকডাউন চলছে বিভিন্ন জেলায়। ফলে মাঠে কৃষকের পাকা ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সামনে হতে পারে বৃষ্টি, ঝড়ো হাওয়া। ফলে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কৃষকের ধান। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় কৃষকের পাকা ফসল ঘরে তুলতে এগিয়ে এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ফারক খান এমপির তত্বাবধানে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে উদ্বুদ্ধ করতে ধান কাটতে এসেছি। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবাই ধান কাটার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। কোন রকম সেলফি ও ভিডিও করার ইচ্ছা নিয়ে আসবেন না।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আতংকেও মদ কিনতে লম্বা লাইন, ভাইরাল নায়িকার ভিডিও
পরবর্তী নিবন্ধকড়াকড়ি শিথিল করে চতুর্থ দফা লকডাউনে স্পেন