মুকসুদপুরে কৃষকের ধান কেটে দিল আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিল উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ। বুধবার সকালে উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বড় বিলের দরিদ্র কৃষক ভাষান মজুমদারের ২ বিঘা জমির ধান কেটে দেন।

হত দরদ্রি কৃষক ভাষান মজুমদার বলেন, আমার বর্গা চাষকৃত ২বিঘা জমির পাকা ধান কয়েক দিন আগেই কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু ,করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় এবং অর্থ সংকটে থাকায় ধান কাটতে পারছিলাম না। এ কথা জানার পর উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল নেতাকর্মীদের নিয়ে আমার ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে। এই ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে।

উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল বলেন করোনার কারণে বর্তমানে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের কেন্দ্রীয় আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতির পরামর্শে আমার উপজেলার নেতাকর্মীদের নিয়ে দরিদ্র কৃষকদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছি। যতদিন মাঠে ধান থাকবে ততদিন দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে আমরা মাঠে থাকবো।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান ওমিত বলেন আমাদের সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে কৃষক ভাষান মজুমদারের ২ বিঘা জমির ধান কেটে দিলাম। আমাদের এই ধান কাটার কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআরও এক ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত
পরবর্তী নিবন্ধবলিউড অভিনেতা ইরফান খান আর নেই