মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার নিটুল রায়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন মুন্সীসহ উপজেলার অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তা ও কৃষক কৃষানী। অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতা করেন উপ-সহকারি কৃষি অফিসার মনোতোষ কুমার দাস।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান আউশ প্রনোদনা কর্মসূচী ২০১৯ এর আওতায় মৌশুমী উফসি আউম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে ধান বীজ কেজি, ডিএপি সার ১৫ কেজি, এম ও পি সার ১০ কেজি করে প্যাকেট সারা উপজেলায় ৫৫০জন কৃষকেদর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবাঙালীর প্রথম সূর্যদয়ের দিন !