মুকসুদপুরে কর্মহীন ৫’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাসের কারনে গৃহবন্দী ৫’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৩ জুলাই শনিবার দিনব্যপী উপজেলার পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৫’শ কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার প্যাকেটে ছিলো চাল, তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, সারা উপজেলায় ৫শ কর্মহীন মানুষের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে পাওয়া এই খাদ্য সহায়তা দেয়া হয়।
তিনি নিজে উজানী, জলিরপাড় ও ননীক্ষীর ইউনিয়নে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মন্ডল উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া মহারাজপুর, বাটিকামারী, দিগনগর, রাঘদী ও মোচনা ইউনিয়নে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। ইউএনও সাংবাদিকদের আরও জানান তাদের খাদ্য সহায়তা বিতরন অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধলকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ১৮৪ জন গ্রেফতার