মুকসুদপুরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনি ও সনদপত্র বিতরণ

 

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ২ মাস ব্যাপি কম্পিউটার বেসিক ও নেটওর্য়াকিং কোর্সের সমাপনি কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষিত বেকারকে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ দেয়া হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, প্রাণি সম্পদ কর্মকর্তা অভিমুন্য সাহা।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান জানান যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফল প্রিভিলেজ রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসুচী বাস্তবায়িত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মেট্রোরেলের খবর
পরবর্তী নিবন্ধডিসি-ইউএনও-এসিল্যান্ড নিয়োগে মানতে হবে যেসব শর্ত