মুকসুদপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

আগামি ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই বুধবার মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে মুকসুদপুর হাসপাতাল মিলানায়তনে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
“পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। আলোচনা সভার প্রধান অথিতি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অফিসার ডি,ডি সোহেল পারভেজ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীনের সভাপেিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. মাহাবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুদ্ধদেব মন্ডল, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবদিক ছিরু মিয়া, কাজি ওহিদ বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার হাসায়েত হোসেন ঢালী প্রমুখ। সভা সঞ্চলনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি মডেল নিয়ে সেভেন টিউনে ইমরানের গান
পরবর্তী নিবন্ধতুরস্ক রোহিঙ্গা সমস্যার কারণ খঁজে বের করবে