মুকসুদপুরে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর প্রজেনী মেলা

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা মুকসুদপুর, গোপালগঞ্জ :

“বদলে যাবে সারা দেশ, দুধে মাংশে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেন দ্বারা উৎপাদিত গবাদি পশু (গরুর) বাছুরের প্রজেনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এসিআই এ্যানিমাল জেনেটিক্স এর আয়োজনে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রজেনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মেলায় ৩০ টি ষ্টলে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর (গরুর) বাছুর নিয়ে আসেন উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা। মেলায় গরুর বাছুরের স্বাস্থ্য পরিক্ষা ও গবাদি পশুর খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। এসিআই এ্যানিমাল জেনেটিক্স বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, এসিআই এ্যানিমাল জেনেটিক্স চিফ এ্যাডভাইজার ডা. অরবিন্দ কুমারা সাহা, এসিআই এ্যানিমাল হেলথ চিফ চিফ এ্যাডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাটিকামারী ইউপি চেয়ারম্যান এবাদত মাতুব্বর, বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু ভুইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসিআই এ্যানিমাল জেনেটিক্স এ্যাসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা: মনিরুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন এসিআই জেনেটিক্স বরিশাল জোনের এরিয়া ম্যানেজার উজ্জল ব্রাউন দাস।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিলেটকে উড়িয়ে প্লে-অফের পথে বরিশাল