মুকসুদপুরে এক মহিলার উপর এসিড নিক্ষেপের অভিযোগ

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে অহুলা বিশ্বাস(৩৭) নামে এক নারীকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।তার বাবার নাম রবি বিশ্বাস।

শুক্রবার গভীর রাতে ওই একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস তার উপর এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।

এর আগে দুই পক্ষের মধ্যে টাকা দেয়া-নেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ২/৩টি মামলা চলমান রয়েছে।

এরই জের ধরে শুক্রবার রাতে অহুলা বিশ্বাসকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়।পরিবারের লোকজন তাকে তাতক্ষনিকভাবে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তফা কামলের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধচাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিন : নজরুল ইসলাম