মুকসুদপুরে একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় ও সাধারন পাঠাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় ও সাধারণ পাঠাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। রবিবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে কুলোকোনা মৌজার ১নং খতিয়ানের ৬৮৫ নং দাগের ৮ শতাংশ জমির উপর একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় এবং সাধারন পাঠাগার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তর মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তুম আলী মোল্লা, সদস্য এবং মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়াদ আলী খন্দকার, মুকসুদপুর উপজেলা কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি রুস্তুম আলী মোল্লা তার বক্তব্যে বলেন এই একাত্তরের মুক্তি যোদ্ধা কার্যালয়ে একটি কমপ্লেক্সের মধ্যে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস ,সাধারন জনগনের পাঠ্যভাস , শরীর চর্চা, কমিউনিটি সেন্টার, মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগার ,এছাড়া ইতিহাস ও ঐতিয্য রক্ষার জন্য বহুমূখি বিনোদন কেন্দ্র করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআবারো আ.লীগের শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য হলেন দিলীপ কুমার
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আ. লীগের টুটুল