মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে ৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ১ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামের কামরুল এর চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়ার নির্দেশনায় মুকসুদপুর থানার এস আই রাকিবুল ইসলামের নের্তৃত্বে এস আই মোসলেম উদ্দিন ও এ এস আই বেল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পাইকদিয়া গ্রামের নজরুল ইসলাম লাবলু শেখের ছেলে মাদক ব্যবসায়ী আকাশ শেখ এবং মহারাজপুর ইউনিয়নের চৌগাছা গ্রামের চুন্নু খানের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম খান।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে উপজেলার ঘুনসী থেকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহুত ৩টা মোবাইল ফোন, ১টি মটোর সাইকেল, ১টি হেলমেট, নগদ টাকা ও আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।