মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর সদর ইদগাহ ময়দানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় ৬’শতাধিক রোজাদার অংশ নেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আইনজীবি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শরীফ।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন। সঞ্চলনা করেন হাফেজ মাহাদি হাসান।

পূর্ববর্তী নিবন্ধকমিশন প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার: তথ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব, চলছে বিতর্ক