মুকসুদপুরে ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে আকিজ জুটমিল

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিপাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আকিজ জুটমিল।

সোমবার (৭ এপ্রিল) আকিজ প্লানেট কেয়ারের আয়োজনে ঢাকা -খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে আকিজ জুটমিলের সামনে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় আধা ঘন্টা মহাড়কের যান চলাচল বন্ধ করে রাখা হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রায় ৩ শতাধিক লোক অংশগ্রহন করে।

পুরাতন মুকসুদপুর আকিজ প্লানেট কেয়ার লিমিটেডের জিএম দেওয়ান বায়েজিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এজিএম প্রডাকশন রেজাউল ইসলাম, এ্যাডমিন অফিসার আলমগীর হোসেন, এজিএম যান্ত্রিক জিয়াউল হক খান, ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, এজিএম জুট একেম মাহামুদুর নবী, হিসাব অফিসার হানিফ খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা: আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধপ্যানিক হওয়ার কিছু নেই, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে: প্রেস সচিব