মুকসুদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ যুব সম্প্রদায়”এই প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে ৭১তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুকসুদপুর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ জহিরউদ্দিন মৃধা। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি হায়দার হোসেন। এ সময় বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ সহ সভাপতি সরদার মজিবুর রহমান, মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার সহ সভাপতি অধ্যাপক আতিয়ার রহমান প্রমুখ। এসময় উস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাতি মোঃ ছিরু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেয়াজুল ইসলাম রেন্টু, আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রানা, অর্থ সম্পাদক হাফেজ আয়েব আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন আহমদ কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীবিদ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা । বক্তারা বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতাসহ সাম্প্রদায়িক হামলা-নির্যাতন বন্ধের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধদোষ স্বীকার করতে সু চির প্রতি ৭ নোবেল বিজয়ীর আহ্বান
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার শুরু