জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সামাজিক অপরাধ নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে মুকসুদপুর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে। প্রাসঙ্গীক বিষয়ে আলাপকালে মুকসুদপুর থানার ও,সি মোঃ আজিজুর রহমান জানান, যেসব বিপথগামী যুবকেরা মদ গাঁজা খাওয়া এবং তাস ও জুয়া খেলার সঙ্গে জড়িত মাঝে মধ্যেই তারা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বেশ কয়েকটি ছোটখাট চুরীর ঘটনা ঘটেছে। এসব অপরাধীদেরআটক করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য নিয়মিত অভিযান চালানো হয়। সম্প্রতি এ অভিযানকে আরো জোরালো করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন নেশাখোর ও জুয়াড়–কে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ও,সি মোঃ আজিজুর রহমান। জনগনকে সচেতন করার লক্ষ্যে গত ৮ অক্টোবর মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের তেরাইসা মোড়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি বক্তব্য রেখে সকলকে সহযোতিার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়া, বাংলার নয়ন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, পৌর কমিশনার মোঃ জাকির হোসেন মিয়া, ইব্রাহিম খলিল বাহার, হেমায়েত জান মিয়া, মোশারফ হোসেন মিলন মিয়া, মোঃ জাফর মিয়া, মোঃ ফারুক মিয়া, হাচানাত জান মিয়া, বিশিষ্ট সাংবাদিক মোঃ ছিরু মিয়া, মোঃ হারুন, সৈয়দ তুষার মিয়া, সহ গোপীনাথপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।