দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ্ প্রতিনিধি,পপুলার২৪নিউজ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নারায়নপুর কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে অবৈধ বালু ব্যবসায়ীদের ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।৬মার্চ মঙ্গলবার সন্ধ্য মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিট্রেট আক্তার হোসেন শাহিন এ রায় প্রদান করেন। এসময় তিনি জানান গুয়া বাহাড়া গ্রামের বালু ব্যবসায়ী শুকুর মোল্ল্যা(৪০),সংকর দত্ত(৫৯),ফোরকার মোল্ল্যা(৩৯) কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।পরে তাকে বালু মহালও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় এনে অর্থদ- প্রদান করা হয়। এসময় তিনি আরো জানান এভাবে বালু উত্তোলন করলে নদীর পাড় ভেঙ্গে ফসলী জমিও নদীর পাড়ে বসবাসকারী মানুষের বাড়িঘর ভেঙ্গে নদীতে বীলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই উপজেলার কোন স্থানে যাতে কেউ অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে এজন্য ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।