মুকসুদপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে আগামী ২২জুন শিশুকে ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্য মাত্রা নির্ধারণ করা উপলক্ষে ১৮জুন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষর উদ্যোগে সভা কক্ষে অবহিতকরণও পরিকল্পনা সভা আয়োজনে করে। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যওপঃপঃ অফিসার ডাঃ মাহাবুব রহমান সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা।বিশেষ অতিথির হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু প্রমুখ।উপস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রায়হান ইসলাম শোভনের। ৬থেকে ১১মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন’এ’প্লাস ক্যাপসুল ১২থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন’এ’ ক্যাপসুল খাওয়ান হবে।উপজেলায় ৪শ২৮টি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল৪ টা পর্যন্ত কেন্দ্রর ৮শ৫৬ সেচ্ছাসেবি কাজ করে। বাস্তবায়ন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে সনাক এর মতবিনিময় সভা