মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে পোপের বৈঠক

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাধর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার বৌদ্ধপ্রধান মিয়ানমারে সফরে এসে পোপ প্রথমেই সিনিয়র জেনারেল মিন অং হ্লাংয়ের সঙ্গে একান্তে বৈঠক করেন। ইয়াঙ্গুনে আর্চবিশপের বাসভবনে বৈঠকটি ১৫ মিনিট স্থায়ী হয় বলে জানায় এএফপি।

বৈঠক শেষে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বার্ক বলেন, সেনাপ্রধান এ সংকটময় মুহূর্তে দেশটির কর্তৃপক্ষের ‘মহান দায়িত্বের’ কথা উল্লেখ করেন। বৈঠকে পোপকে মিন অং হ্লাং বলেন, ‘মিয়ানমারে কোন ধর্মীয় বৈষম্য নেই। এমনকি আমাদের দেশের সামরিক বাহিনী শান্তি ও স্থীতিশীলতার জন্য কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের নৃতাত্বিক জাতিগোষ্ঠীর মধ্যেও কোন বৈষম্য নেই।’ বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর এক ফেসবুক পোস্টে এ কথা জানান জেনারেল মিন অং হ্লাং। মঙ্গলবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পোপের।

সোমবার মিয়ানমারে পৌঁছান পোপ। মিয়ানমারে কোনো পোপের এটিই প্রথম সফর। মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসবেন তিনি। রোহিঙ্গা সংকটের কারণে পোপের এ সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। তিনি নিজে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে একাধিকবার জোরালো ভাষায় নিন্দা জানিয়েছেন। মিয়ানমার সফরকালে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা বলতে গিয়ে পোপ ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেন কিনা, সবার দৃষ্টি রয়েছে সেদিকেই। আন্তর্জাতিক গণমাধ্যমে পোপের এ সফর ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ৮০ বছর বয়সী আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস তার উদার দৃষ্টিভঙ্গী ও বৈশ্বিক অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিত। শরণার্থীদের পক্ষে তিনি উচ্চকণ্ঠ।

আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নতুন করে নির্মূল অভিযান শুরু করার পর থেকে প্রায় সোয়া ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই নিপীড়নের নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে ‘আমাদের রোহিঙ্গা ভাই ও বোনেরা’ বলেছিলেন পোপ, কিন্তু মিয়ানমার সফরে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার জন্য পোপকে অনুরোধ জানিয়েছেন মিয়ানমারের একমাত্র ক্যাথলিক কার্ডিনাল। ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বার্ক সোমবার সাংবাদিকদের বলেছেন, পোপকে যে উপদেশ দেয়া হয়েছে তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তবে রোহিঙ্গা তো কোনো নিষিদ্ধ শব্দ নয়।

মিয়ানমারের উদ্দেশে ভ্যাটিকান ত্যাগের আগে পোপ সেন্ট পিটার্স স্কয়াবে ৩০ হাজার ভক্তের উদ্দেশে বলেন, ‘আমার সঙ্গে আপনারাও প্রার্থনা করুন যাতে সেখানে আমার উপস্থিতি কুটুম্বিতা ও আশার প্রতীক হয়।’
মে মাসে ভ্যাটিকানে সু চির সফরের সময় পোপের এ সফরের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তারপর আগস্ট থেকে রোহিঙ্গা সংকট শুরু হয়। শান্তিতে নোবেলজয়ী সু চি রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কোনো প্রতিবাদ না করায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

মিয়ানমারে কোনো পোপের এটি প্রথম সফর হলেও ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পোপ পল ষোড়শ এবং ১৯৮৬ সালে বাংলাদেশ সফর করেন পোপ ফ্রান্সিস। মিয়ানমারের ৫ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ক্যাথলিকের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার আর বাংলাদেশের সাড়ে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে এ ধর্মের অনুসারী ৩ লাখ ৭৫ হাজার। পোপের মিয়ানমার সফরের সময় দেশটির ক্যাথলিকদের একটি বড় অংশ বুধবার ইয়াঙ্গুনে জড়ো হয়ে ধর্মগুরুর সঙ্গে প্রার্থনায় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিমান, ট্রেন ও গাড়িতে ইয়াঙ্গুনে আসতে শুরু করেছেন ২ লাখ ধর্মপ্রাণ খ্রিস্টান।

 

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তী নিবন্ধকসবায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২