মিয়ানমারে যুদ্ধাপরাধ অভিযোগ জাতিসংঘের

পপুলার২৪নিউজ ডেস্ক:মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশগুলোর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার মানবাধিকার কাউন্সিলের কাছে এমন অভিযোগ করেছেন মিয়ানমারের মানবাধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ইয়াংহি লি। লি বলেন, ‘রাখাইন প্রদেশের উত্তরে ও দক্ষিণাঞ্চলীয় চীন প্রদেশের একাংশে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যে সংঘর্ষ গত কয়েক মাস ধরে চলছে, তা বেসামরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।

তাতমাদাও (মিয়ানমার সেনাবাহিনী) ও আরাকান আর্মির অনেক কাজই মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। সম্ভবত এগুলো যুদ্ধাপরাধের মাত্রাও ছুঁয়েছে।’ রয়টার্স

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার ট্রেনে হামলা: ৯ জনের ফাঁসি ২৫ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত