মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান : গণজাগরণ

পপুলার২৪নিউজ ডেস্ক :

দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মিয়ানমারের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

আজ সোমবার রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্ব সমাবেশে এ আহ্বান জানান তিনি।

ডা. ইমরান এইচ সরকার বলেন, রোহিঙ্গাদের রক্তে ভেজা মিয়ানমারের চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না। জনগণ এ চাল বাংলাদেশে ঢুকতে দেবে না। চাল আমদানির সরকারি চুক্তি বাতিল করতে হবে।

ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের টাকায় অস্ত্র, গোলাবারুদ কিনে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের রক্ত ঝরাচ্ছে। তাই সারাদেশে মিয়ানমারের সব পণ্য বর্জন করুন। অর্থনৈতিকভাবে কোণঠাসা করে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানাতে হবে।

পরে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দেয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সুপার লিগের এবার নিষিদ্ধ শারজিল খান
পরবর্তী নিবন্ধমঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী