মিয়াজীর বাড়ী-আব্দুল মালেক মিয়া বাড়ী সড়কের বেহান দশা! দেখার কেউ নেই

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
দক্ষিন পাইন্দং মিয়াজীর বাড়ী হতে আব্দুল মালেক মিয়া বাড়ী সড়কটির বেহান দশা বিরাজ করলেও দেখার যেন কেউ নেই!
বিগত ৩ বছর আগে প্রবল বন্যার পানিতে সড়কটির বিভিন্ন অংশে ইট উঠে গিয়ে ক্ষত-বিক্ষত হয়ে ভেঙ্গে পড়লেও আজ অবধি এই সড়কটি কোন মেরামর করা হয়নি। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত কাঞ্চননগর, বেড়াজালী, কচির মোহাম্মদ চৌধুরী বাড়ী, তোপান আলী চৌধুরী বাড়ী, ভোলা চৌধুরী বাড়ীর হাজার হাজার মানুষ বৃন্দাবন হাট ও বিবিরহাট বাজারে যাতায়াত করে আসছে। এছাড়াও ভাঙ্গাচূড়া এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসা ও ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের লেখাপড়া করতে যায়।
কিন্তু খানা-খন্দে পূর্ন এই সড়কটি ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষদের যাতায়াতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। শুষ্ক মৌসুমে কোন মতে যাতায়াত করলেও বর্ষাকালে গাড়িতো দূরের কথা পায়ে হেটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে।
৩ নভেম্বর রবিবার বিকালে ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবীদ শফিউল আজম বাহাদুর ও ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে ক্ষোভ ভরা কন্ঠে এসব কথা বলে ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী তহিদুল আলম, মাষ্টার আবু জাকারিয়া, ডাঃ সুমন, ব্যবসায়ী নাজিম উদ্দীন,  মোঃ শহিদুল আজম, মোঃ মজাহার, ছাত্রলীগ নেতা মোঃ আজাদ সিকদার, রনি, মোঃ মামুন, মিনহাজ, মোঃ মারুফ, রায়হান, শওকত, তানভীর, শাকিল, রাতুল, অতুল, আরিফ, সরোয়ার, শাহিনসহ এলাকার সর্বস্তরের জনগন।
মানববন্ধনে এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার করে পথচারিদের যাতায়াতে দুর্ভোগ লাগবে জন-প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের সু-দৃষ্টি কামনা করেছেন।
পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পেশাদার ৩ ডাকাত গ্রেফতার 
পরবর্তী নিবন্ধনতুন আইনের সুযোগ নিলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার