বিনোদন ডেস্ক:
হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্স ইন্ডিয়ার তাজ। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় বিশ্ব সুন্দরীর মঞ্চে ভারতের এ প্রতিনিধিকে।
ইজরায়েলে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭০তম অডিশনে ভারতের হয়ে অংশ নেবেন হারনাজ। মিস ডিভা প্রতিযোগিতায় সেরার মুকুট যেমন উঠেছে হারনাজের মাথায়, তেমনই পুনের সুন্দরী রিতিকা খাটনানিকে বেছে নেওয়া হয়েছে মিস ডিভা সুপারইন্টারন্যাশন্যাল ২০২১ হিসেবে। আগামী বছর আয়োজিত মিস সুপারইন্টারন্যাশন্যাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন রিতিকা। জয়পুরের মেয়ে সোনাল কুকরেজা এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন।
করোনা সংক্রান্ত সব রকম গাইডলাইন মেনে আয়োজিত হয়েছিল এ সৌন্দর্য প্রতিযোগিতা। ফ্যাশন ইন্ডাস্ট্রি ও বলিউডের নামীদামি ব্যক্তিত্ব হাজির ছিলেন অনুষ্ঠানে। পৌঁছেছিলেন কৃতী শ্যানন, মালাইকা আরোরা। প্রতিযোগিতার সেরা ২০ এ অংশ নেওয়া সুন্দরীরা ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মার গাউনে ব়্যাম্প ওয়াক করেছেন।
পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি, গায়িকা কনিকা কাপুর, বিলিয়ার্ড চ্যাম্পিয়ান পঙ্কজ আদবানি, অভিনেতা অঙ্গদ বেদীরাও পৌঁছেছিলেন মিস ডিভার মঞ্চে। এদিন মঞ্চে পারফর্ম করতে দেখা যায় মালাইকা আরোরা, সুকৃতি ও প্রকৃতি কাক্কারকে।
উল্লেখ্য, মিস ইউনিভার্সের ইতিহাস আজ পর্যন্ত কেবলমাত্র দুইজন ভারতীয় সুন্দরীই খেতাব জয়ে সফল হয়েছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া, সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। গত ২০ বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালিই থেকেছে।