পপুলার২৪নিউজ: প্রতিবেদক:
মিসরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। ৫০ দেশের ৬৬ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি।
মুজাহিদুল ইসলাম অনারব দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত তাজবিদ সহকারে পুরো কোরআন হিফজ গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্বাচিত করেছে।
হাফেজ মুজাহিদুল ইসলাম যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
এর আগে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার একাধিক ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন।
মিসরের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২৪ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতাটি শেষ হয় ২৯ মার্চ।