স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে সবমিলিয়ে চার সেশন ভেসে গেছে বৃষ্টিতে।
তবে আশার কথা, ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।
বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পরে তৃতীয় দিন সকালের সেশনেও মাঠ না শুকানোয় আর খেলা হয়নি। ১১টা ২০ থেকে ১২টা অবধি থাকবে মধ্যাহ্নভোজের বিরতি।
এরপর ১২টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টা খেলা চলার পর চা বিরতি হবে। এরপর আলো থাকলে খেলা হবে বিকেল ৫টা ১৫ মিনিট অবধি।
মিরপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল। ওই দিন সবমিলিয়ে ১৫ উইকেট নেন তারা। এর মধ্যে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে কিউইরা।