মিরপুর এলাকায় দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক:
গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে আজ বৃহস্পতিবার দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মিরপুর এলাকায়।

দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাগ গ্যাস কর্তৃপক্ষ।

নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।

তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, মিরপুর-১০, ১১ ও ১২ এর রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুব্দী ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগেও এ প্রকল্পের নির্মাণকাজের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রকল্প এলাকার আশেপাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মানবপাচারে জড়িত ৪ নাইজেরিয়ানসহ আটক ৯
পরবর্তী নিবন্ধসৌদি জোটের নতুন নিষেধাজ্ঞা তালিকায় কাতারের বিস্ময়