মিরপুরে ৪ পানি কোম্পানিকে জরিমানা, সিলগালা

পপুলার২৪নিউজ প্রতিবেদক রাজধানীর মিরপুরের চারটি পানি কোম্পানিতে বিএসটিআইয়ের অভিযানে তিন লাখ টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। এ সময় বিএসটিআইয়ের মহাপরিচালক সরদার আবুল কালামও উপস্থিত ছিলেন।

অভিযানে মিরপুর-১১ এর লালমাটিয়া এলাকার ফ্রেশ ইন্টারন্যাশনালকে দুই লাখ টাকা ও নদী ফুড অ্যান্ড বেভারেজকে এক লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।

এ ছাড়া তাবাসসুম ড্রিকিং ওয়াটার কোম্পানিকে সিলগালা এবং সোনালী ফ্রেশ ড্রিকিং ওয়াটার থেকে দুই শতাধিক জার জব্দ করা হয়।

সরদার আবুল কালাম আজাদ বলেন, নোংরা পরিবেশে পানি উৎপাদন ও ওয়াশার পানি সরাসরি জারে ঢোকানোর দায়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, মিরপুর থেকে এ অভিযান শুরু হয়েছে। আগামীতে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফিরছেন আইটেম কন্যা বিপাশা
পরবর্তী নিবন্ধস্টপেজ ছাড়া বাস না থামানোর নির্দেশ