মিরপুরে মুশফিকদের ১ মিনিটের নীরবতা

স্পোর্টস ডেস্ক

উত্তাল একটা সময় পাড় করেছে বাংলাদেশ। গত কয়েকদিনে দেশে নিহতের সংখ্যা কয়েক শতাধিক। এই সময়ে বন্ধ ছিল ক্রিকেটারদের অনুশীলন। সব অস্থিরতার সময় পেরিয়ে আজ ক্রিকেটাররা ফিরেছেন মাঠে। ফিরেই নিহতদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করলেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় এক দফায়। এক পর্যায়ে জনরোষের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাধ্য হন প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়ে তিনি পালিয়ে যান ভারতে।

পূর্ববর্তী নিবন্ধডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো: কাদের সিদ্দিকী