মিজানের বাসায় অস্ত্রসহ ৬ কোটি টাকার চেক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, ১ কোটি টাকার এফডিআর ও ৬ কোটি ৭২ লাখ টাকার চেক পাওয়া গেছে।

শুক্রবার মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের বাসায় অভিযান চালিয়ে এসব পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এর আগে তার নেতৃত্বে মিজানের লালমাটিয়া কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। সেই টাকা খুঁজতেই অভিযান চালানো হচ্ছে।’

উল্লেখ্য, চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে শ্রীমঙ্গল থেকে আটক করে র‍্যাব।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে বাড়ি আছে মিজানের
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান ও বালু উত্তোলনের অভিযোগ