নিজস্ব ডেস্ক:
৩১ অক্টোবর রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মিজানুর
রহমান সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। জনাব মিজানুর রহমান ব্যাংকের একজন স্পন্সর
ডিরেক্টর এবং তিনি পর্ষদের বিভিন্ন কমিটি সমূহে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। জনাব রহমান একজন সফল
শিল্পোদ্যোক্তা যাঁর আবাসন, গৃহায়ণ, নির্মাণ, শিল্প এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ রয়েছে। তিনি দৈনিক বর্তমান
পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তাঁর গতিশীল নের্তৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর। মুন গ্রুপ
বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম শিল্প গ্রুপ হিসেবে বহুল পরিচিত। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন
ধরণের আর্থসামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।