মায়ের লাশ ফ্যানে ঝুলছিল, সন্তানের নিথর দেহ বিছানায়

পপুলার২৪নিউজ ডেস্ক :

মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে ঘরের দরজা ভেঙে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামে সূর্যের হাসি ক্লিনিক লাগোয়া বাসায় স্ত্রী রেবা বেগম ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন লাল্টু মিয়া। বুধবার রাতে ঝড় শুরু হলে প্রতিবেশীরা দেখতে পান- রেবা বেগম ও তার বাচ্চাদের কাপড় বাইরে ভিজছে। বারবার ডেকেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখা যায়- রেবা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে ও শিশু রাইয়ান বিছানায় পড়া।

খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ দরজা ভেঙে রেবা বেগমর ঝুলন্ত মরদেহ ও রাইয়ানের (৩) নিথর দেহ বিছানা থেকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেবার স্বামী লাল্টু মিয়া স্থানীয় একটি সমবায় সমিতির মালিক। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।

সহকারী পুলিশ সুপার সোনাহার আলী, ওসি জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকদের ঘটনাস্থলে দেখা গেলেও স্বামীকে দেখা যায়নি। সে খুলনায় কাজে রয়েছে বলে জানতে পেরেছি।

সহকারী পুলিশ সুপার সোনাহার আলী বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইকালে কনস্টেবলকে ধরে পুলিশে দিলো জনতা
পরবর্তী নিবন্ধখুলনায় পাটকল শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০