মায়ার্সের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব ডেস্ক:

চা-বিরতির জলখাবার তেতো লেগেছিল বাংলাদেশ দলের।  কারণ প্রাপ্তি ছিল শূন্য।  জয়ের স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছিলেন মুমিনুলরা।  আর চা-বিরতিতে হারের শঙ্কায় ভুগেছেন।

দৃশ্যপট পাল্টে এমন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়েছে মায়ার্স-বোনার জুটি।

৩ উইকেটে ১১০ রান পুঁজি নিয়ে মাঠে নেমেছিলেন মায়ার্স ও বোনার।  সে সংগ্রহকে ২৬৬ – তে নিয়ে ঠেকালেন তারা।  চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য জুটি গড়লেন এ দুজন। একজন শতক হাঁকিয়ে দেড়শতকের পথে, অন্যজন সেঞ্চুরির পথে।

তবে চা বিস্বাদ লাগলেও বিরতির পর মাঠে ফিরে খেলায় স্বাদ ফেরালেন বাংলাদেশ দলের দুই স্পিনার তাইজুল ও নাঈম।

চা বিরতির পর প্রথম ওভারেই বোনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল।  কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন তিনি। ২৪৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস সমাপ্ত হয় অভিষিক্ত বোনার।

এর মধ্য দিয়ে ভেঙে যায় মায়ার্স–বোনারের ৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি। এর পাঁচ ওভার পর অফ-স্পিনার নাঈম হাসানকে রাউন্ড দ্য উইকেটে খেলতে যান জার্মেইন ব্লাকউড।  কিন্তু বোল্ড হয়ে যান তিনি।

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। যদিও সেঞ্চুরিয়ান মায়ার্স ক্রিজে আছেন এখনও।  তিনি একাই ম্যাচ বের করে নিতে সক্ষম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২৭ রান। ২৬৪ বলে ১৫৬ রান করেছেন মায়ার্স। আর ৩১ বল খেলে ৬ রানে অপরাজিত জসুয়া।

অর্থাৎ জয় পেতে আর মাত্র ৬৮ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের প্রয়োজন ৫ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধআব্দুস সামাদ ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
পরবর্তী নিবন্ধগণফোরাম থেকে পদত্যাগ করলেন রেজা কিবরিয়া