বিনোদন ডেস্ক : মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ বিষয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন নায়িকা।
এদিকে একই দিন বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন করে এই সিনেমার অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও জিয়াউল রোশানের নামে মামলার হুমকি দিয়েছেন ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস।
সংবাদ সম্মেলনে জেনিফার ফেরদৌস বলেন, ‘আমি দুদিন আগেই মামলা করতাম, আমার অনেক বড় ক্ষতি করেছে মানিক। সিনেমার ৩০টার ওপরে প্রেক্ষাগৃহ পাওয়ার কথা ছিল। এখন আমি ৯-১০টা প্রেক্ষাগৃহও পাচ্ছি না।’
তিনি বলেন, ‘এর ক্ষতিপূরণ পরিচালক, মাহি, রোশানকে দিতে হবে এবং আমি অবশ্যই মামলা করব। এটা অনুদানের সিনেমা, ফাজলামো না। এই টাকা আমি তুলে দেখাব। এই টাকা আসবে মানিক, মাহি ও রোশানের ঘর থেকে।’
জেনিফার আরও বলেন, ‘প্রথম থেকেই আমাকে যদি তাদের বিরক্ত লাগে, তাহলে কাজ করলো কেন? মাহি ছাড়া কেউ ফুল সাইনিং করা ছিল না।’
জেনিফারের দাবি, ‘পরিচালক মানিক অর্থ আত্মসাৎ করেছেন। কলাকুশলীদের তিনি ঠিকমতো টাকা দেননি। ৫০ হাজার টাকা যাকে দেওয়ার কথা, তাকে দিয়েছেন ১৫ হাজার, ১ লাখের জায়গায় দিয়েছেন ৫০ হাজার।’
জেনিফার বলেন, ‘একজন সংগীত পরিচালক ফোন করে আমাকে বলেন তিনি পেয়েছেন ২০ হাজার টাকা। কিন্তু তার জন্য আমি ৪০ হাজার দিয়েছি। তার রিসিটও আছে আমার কাছে।’
এ সময় তার সঙ্গে ছিলেন প্রযোজক সমিতির কয়েকজন নেতা।
উল্লেখ্য, আগমী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আশীর্বাদ’। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।