মাশরাফির মা-বাবা করোনামুক্ত

জেলা প্রতিনিধি: করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মা-বাবা।

শনিবার টেস্টে মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।

মহামারী করোনায় আক্রান্ত হয়েছিল বাংলাদেশের সফলতম অধিনায়কের গোটা পরিবার। প্রথমে তার শাশুড়ি করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। এর পর মাশরাফি নিজে এবং তার ভাই মোরসালিন বিন মুর্তজা ভাইরাসটিতে আক্রান্ত হন বলে খবর আসে।

কদিন পর মাশরাফিপত্নী সুমনা হকও আক্রান্ত হন।

গত ৭ আগস্ট মাশরাফির বাবা-মাসহ পরিবারের মোট চারজন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে মাশরাফির মামি ও ছোট ভাইয়ের স্ত্রীও ছিলেন। দ্বিতীয় পরীক্ষার পরই তারা কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।

পরিবারের সব দ্রুত সেরে উঠলেও মাশরাফির করোনামুক্তি পেতে বেশ সময় লেগে যায়। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। গত ৪ জুলাই দ্বিতীয় টেস্ট করানোর পর পজিটিভ ফল আসে। ফের টেস্টে ২৪ দিন পর গত ১৪ জুলাই নেগেটিভ ফল আসে তার।

পূর্ববর্তী নিবন্ধসব অপকর্মের জবাবদিহি করার সময় সন্নিকটে: ফখরুল
পরবর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৩