সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় বাংলাদেশিসহ আরও দুই শতাধিক বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে।
এক যোগে কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব শ্রমিককে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ১ জুলাই মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রায় দুই হাজার সাতশরও বেশি অবৈধ শ্রমিক আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৮ শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
তবে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ৭০৩ জন বাংলাদেশি আটক হয়েছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
সাঁড়াশি অভিযানে বাংলাদেশি ব্যবসায়ীদের চলছে দূর্দিন। বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, বাংলাদেশিদের দোকানপাট খোলা থাকলেও নেই কোন কাস্টমার। ভয়ে কেউ ঘর হতে বের না হওয়ায় এই অবস্থা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, ১৫ ফেব্রুয়ারি অবৈধ বিদেশিদের নিবন্ধন কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ৪০টি ভুয়া ই-কার্ডের সন্ধান পেয়েছেন।
তিনি বলেন, যেসব এজেন্ট ভুয়া ই-কার্ড ইস্যু করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা এমন একজন বাংলাদেশিকে আটক করেছি।
মাললেশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ কর্মীদের জন্য নতুন করে ‘ফ্রি প্লাস ওয়ান’ পদ্ধতিতে দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশীয় সরকার।
‘ফ্রি প্লাস ওয়ান’ পদ্ধতিতে যে কোনো অবৈধ বিদেশি শ্রমিক ৪০০ রিংগিত জরিমানা এবং কুয়ালালামপুর-ঢাকা বিমানের টিকিট নিয়ে পুত্রাজায়ার ইমিগ্রেশনে গেলেই দেশে ফেরার জন্য সুযোগ দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।