মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৬ বাংলাদেশি আটক

পপুলার২৪নিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের সঙ্গে আরও ৩ বিদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার পাংসাপুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, সোমবার রাতে পাংসাপুরি একটি এপার্টমেন্ট থেকে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৪টি বাংলাদেশি জাল পাসপোর্ট ও ১৫ হাজার রিংগিত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আটক এক বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতির মূল পরিকল্পনাকারী এবং এজেন্ট হিসাবে কাজ করছে। আমরা এখনও তদন্ত করছি, এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে এবং ১২ (১) ১৯৬৬ পাসপোর্ট আইনে বিচার করা হবে।

জানা গেছে, আটক ৯ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি, ২ জন শিশু এবং একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছেন। ইন্দোনেশিয়ান ওই নারীকে এক বাংলাদেশি বিয়ে করে দেশটিতে বসবাস করে আসছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধআগাম জামিন পেলেন বিএনপির ১২ নেতাকর্মী
পরবর্তী নিবন্ধসিইসির বক্তব্যের ব্যাখ্যা পেয়েছি, বলতে চাই না: ওবায়দুল কাদের