স্পোস ডেস্ক : দুই ওভারে পাঁচ উইকেট, রান হয়নি একটিও। ব্যাটারদের ব্যর্থতায় দলীয় সংগ্রহ মাত্র ১০৫ রানে থামলেও, শ্রীলঙ্কার বোলাররা এটিকে পাহাড়সম হিসেবে প্রমাণিত করে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে মালশা শেহানির বিধ্বংসী বোলিংয়ে শূন্য রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। ফলে ম্যাচে লঙ্কানরা জয় পায় ৭২ রানে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মালয়েশিয়ার মেয়েরাই ২০১৮ সালের আসরে ভারতের বিপক্ষে ২৭ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়।
নারী এশিয়া কাপের ১৪তম ম্যাচে স জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানের প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপরের ১৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ফেলে তারা। মালয়েশিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত আসা যাওয়া চলতে থাকে লঙ্কান ব্যাটারদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা স্কোরবোর্ডে ১০৫ রান করতে সক্ষম হয়। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন ওসাধি রানাসিংহে। তিনি ১৮ বলে অপরাজিত থাকেন ২৩ রান করে।
লঙ্কানদের দেয়া ১০৬ রান তাড়া করতে নেমে ৯.৫ ওভারে মাত্র ৩৩ রানে শেষ হয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। এলসা হান্টারের ১৮ বাদে মালয়েশিয়া দলের কেউই দুই অঙ্কের রান করতে পারেন। সাত জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। এদিন শ্রীলঙ্কার হয়ে মালশা শেহানি ১.৫ ওভারে ২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচ শেষে মালশা বলেন, আমি আমার পারফরমেন্স নিয়ে সত্যিই খুশি, বিশেষ করে এই ভূমিকায়। উইকেটটি স্পিনারদের জন্য ভালো ছিল এবং আমি বেশিরভাগই ডানহাতিদের বিরুদ্ধে উইকেট পেয়েছি। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি।
শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তু বলেন, আজ আমাদের ব্যাটিং পারফরম্যান্সে আমি খুশি নই। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারিয়েছিলাম, তারপরে আমরা অনেক লড়াই করেছি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এই উইকেটগুলো সত্যিই মন্থর। ব্যাটার হিসেবে আমাদের ইতিবাচক হতে হবে। খেলা শুরু হয়েছিল তাড়াতাড়ি,তাই ব্যাট করা কঠিন ছিল। আর্দ্রতা ছিল, তাই আমাদের সামঞ্জস্য করতে হয়েছিল,কিন্তু আমরা তা করতে পারিনি। আমাদের ভালো নেট রান রেট দরকার, আমি আমাদের ব্যাটারদের বিশ্বাস করি, কিন্তু তারা আজকে ভালো করেনি না।