মালয়েশিয়ানদের উত্তর কোরিয়া ছাড়ায় নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ান নাগরিকদের দেশটি ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির।

গত মাসে মালয়েশিয়ার বিমানবন্দরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে রাসায়নিক প্রয়োগ করে হত্যা করা হয়।

এ প্রেক্ষাপটে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরইমধ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, যতক্ষণ মালয়েশিয়া এ বিষয়টি ঠিকঠাকভাবে সমাধান না করবে, ততদিন কোরিয়ায় অবস্থান করা কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফিরতে পারবেন না।

কিম জং ন্যাম হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে মালয়েশিয়ার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারীর বিরুদ্ধে ন্যামকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধটসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা