মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট তৈরি করেছে সরকার :মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সরকার সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৪ ফেব্রুয়ারির বিএনপির স্থায়ী কমিটির সভায় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, এ ধরনের সিন্ডিকেট বেশি ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি শ্রমিকদের যেতে বাধ্য করে। আর শ্রমিকদের নিঃস্ব করার এ অমানবিক প্রক্রিয়াকে প্রশ্রয় দিচ্ছে সরকার। সরকারই সিন্ডিকেট তৈরি করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, বেকার যুবকেরা জমি, বাড়ি, স্ত্রী অথবা মায়ের অলংকার বিক্রি করে সরকারের এহেন হীন কর্মকাণ্ডে নিঃস্ব হয়ে হচ্ছে। সভা অবিলম্বে এ সব সিন্ডিকেট ভেঙে প্রকৃত ব্যয়ে বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া : ন্যাটো
পরবর্তী নিবন্ধমেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল