মার খাওয়ার প্রতিশোধ নিতে নাসিমকে খুন,পুলিশকে আসামি আসিফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাতে মদ্যপ অবস্থায় মার খাওয়ার প্রতিশোধ নিতে পরদিন সকালে ছুরিকাঘাতে হত্যা করা হয় রাজধানীর মধ্য বাড্ডার বিশ্ববিদ্যালয়ছাত্র নাসিম আহমেদ ইমাদ উদ্দিনকে।

ধরা পড়ার পর পুলিশের কাছে এ কথা বলেছেন নাসিম হত্যা মামলার প্রধান আসামি আসিফ শিকদার (২১)।

মঙ্গলবার রাতে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ পুলিশের কাছে নাসিমকে হত্যার বিবরণ তুলে ধরেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) আশরাফুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আসিফ দাবি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়নি। বরং মারধরের প্রতিশোধ নিতে তাকে একাই খুন করেছেন আসিফ।

আশরাফুল আরও জানান, আসিফের দাবি গত ৫ নভেম্বর রাতে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। এ সময় তাকে নাসিম মারধর করে। এর প্রতিশোধ নিতে ৬ নভেম্বর সকালে বাড্ডার পোস্ট অফিস গলিতে নাসিমকে গলায় ও কোমরে ছুরিকাঘাত করে আসিফ।

নাসিম খুনের ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেছেন তার বাবা আলী আহমেদ সাইফুদ্দীন।

ওই মামলায় দাবি করা হয়েছে, আসিফ ছাড়াও আবদুর রশিদ ও রমজানসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে নাসিমকে হত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধবনানীতে ব্যবসায়ীকে হত্যা ‘পরিকল্পিত’:পুলিশ
পরবর্তী নিবন্ধমিরপুরে চুলার আগুনে দগ্ধ কিশোরীর মৃত্যু