‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সবাইকে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি-শরবত

নিজস্ব প্রতিবেদক

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে সমাবেশে আসা লোকদের স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের একটু পাশেই ট্রাকে করে পানি ও শরবত এনেছে সংগঠনটি। মাইকে করে সবাইকে ডাকছে শরবত পান করার জন্য। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

সমাবেশে আসা মিজান আহমেদ নামে একজন বলেন, ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে আমরা এখানে এসেছি। তবে যেহেতু কড়া রোদ পড়ছে, তৃষ্ণাও পাচ্ছে। তাই বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ।

লিটন মাহমুদ নামে আরেকজন বলেন, গরম যেহেতু পড়েছে, বারবারই পানির তৃষ্ণা পায়। কিন্তু এক বোতল পানির দাম ২০ টাকা, এক গ্লাস শরবতের দাম ১০-২০ টাকা। অল্প অল্প করে হলেও পানির জন্য অনেক টাকাই খরচ হয়ে যেত। সেখানে বিনামূল্যে পানি-শরবত আমাদের মতো সমাবেশে আগতদের স্বস্তি দিচ্ছে।

তাওহীদ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, সমাবেশে আগত মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এ সামান্য আয়োজন। তাছাড়া আমরা চাই সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুক।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র সংস্কার সবাই চান: আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিরকুট