পপুলার২৪নিউজ ডেস্ক:
জনপ্রিয় আফগান নেতা গুলবদন হেকমতিয়ার নিজ দেশে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি ও বৃদ্ধি সীমিত করার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। খবর ডনের।
গত এপ্রিলের পর থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন হেকমতিয়ার। এরপর তিনি রাজনীতিতে বেশ সক্রিয় হন। কাবুল সরকারের সঙ্গে এক চুক্তির পর হেকমতিয়ার এখন দেশের শান্তি স্থাপনে কাজ করতে উদ্যোগী হয়েছেন।
২০ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে ৭০ বছর বয়সী হেকমতিয়ার সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একজন শক্তিশালী প্রেসিডেন্টের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দরকার, এছাড়া দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব না।
হেকমতিয়ার নিজ দল হেজব-ই-ইসলামের মাধ্যমে সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।
মার্কিন সৈন্য কমানোর দাবি জানিয়ে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে বিভিন্ন পরাশক্তির নাক গলানোর বদলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান হেকমতিয়ার।