মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার এই ইস্যুতে শুরু থেকে কাজ করছে। মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সম্ভাবনাও আছে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির মাধ্যমে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চিন্তা ভাবনার কথাও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই ইস্যুতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে রপ্তানি কমবে না, আরও বাড়বে : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধশুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা